ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

নন্দীগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
নন্দীগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মালবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী আব্দুল হাই (৩৪) নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার বগুড়া-নাটোর সড়কের ওমরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মালবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী আব্দুল হাই (৩৪) নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার বগুড়া-নাটোর সড়কের ওমরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাই নন্দীগ্রাম পৌরশহরের মৃত হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার রনবাঘা বাজারে ব্যবসায়িক কার্যক্রম শেষ করে বগুড়া-নাটোর সড়ক হয়ে বাড়ির উদ্দেশে রওনা হন আব্দুল হাই। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতমুখী বেপরোয়া গতির একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ‌আব্দুল হাইয়ের মৃত্যু হয়। ট্রাকটি দ্রুত পালিয়ে যায় বলেও জানান স্থানীয়রা।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।