ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে সিভিল ডিফেন্স সপ্তাহে সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
রাঙামাটিতে সিভিল ডিফেন্স সপ্তাহে সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহে আলোচনা সভা ‍অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি: রাঙামাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহে আলোচনা সভা ‍অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (১৮ ডিসেম্বর) সকালে শহরের প্রধান প্রধান সড়কে অগ্নিপ্রতিরোধ সচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মহড়া দেওয়া হয়।

ফায়ার সার্ভিস কার্যালয়ে সভায় অগ্নিপ্রতিরোধের ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবকদের কাজ করার আহ্বান জানানো হয়।

এসময় বক্তব্য রাখেন জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. দিদারুল আলম।

সভায় ফায়ারম্যান, স্বেচ্ছাসেবক এবং সংবাদমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

রোববার শুরু হওয়া এ সিভিল ডিফেন্স সপ্তাহ ২১ ডিসেম্বর শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।