ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
রূপগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন মাদক ব্যবসায়ীকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন মাদক ব্যবসায়ীকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম এ আদেশ দেন।

 

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- পাচাইখা এলাকার দীন মোহাম্মদ মিয়ার ছেলে ডালিম মিয়া, একই এলাকার আবু সাইদের ছেলে মোতাহার ও আব্দুলের ছেলে আনোয়ার হোসেন।  

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন ডালিম, মোতাহার ও আনোয়ার হোসেন। দুপুরে ২০ পুরিয়া হেরোইনসহ তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।  

অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাদের দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে নারায়ণগঞ্জ কারাগারে পাঠান।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬ 
বিএসকে/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।