ঢাকা, বুধবার, ১৭ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে শ্রমিকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
চুনারুঘাটে শ্রমিকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাটে ইসমাইল মিয়া (৪০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে ইসমাইল মিয়া (৪০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার বরমপুর গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ইসমাইলের বাড়ি খুলনার চারগাছা গ্রামে। তিনি চুনারঘাটের আদুরী ব্রিক ফিল্ডের শ্রমিক ছিলেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বাংলানিউজকে জানান, শনিবার (১৭ ডিসেম্বর) রাতে চা বাগান এলাকায় যাত্রাপালা দেখতে গিয়ে রাতে আর ফিরে আসেননি ইসমাইল। রোববার দুপুরে স্থানীয়রা খালের মধ্যে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।