ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
ময়মনসিংহে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

ময়মনসিংহের মুক্তাগাছায় অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশর ব্যাটলিয়ন র‌্যাব-১৪’র সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ১শ’ ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশর ব্যাটলিয়ন র‌্যাব-১৪’র সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ১শ’ ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

আটকরা হলেন, শরীফ মিয়া (২৩) ও শাহজাহান ওরফে সাজু (২২)।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৭ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের স্থানীয় নতুন বাজার মসজিদ মার্কেটের রাজু স্টোরের সামনে থেকে আটক করা হয়। আটক দুই মাদক বিক্রেতার কাছ থেকে ১শ ৬৪ পিস ইয়াবাসহ নগদ ৬ হাজার ২৫৫ টাকা জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।

এতে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম আরা বেগম।

বাংলাদেশ সময় ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
এমএএএম/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।