ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে শর্টগানসহ ১০ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
বেগমগঞ্জে শর্টগানসহ ১০ মামলার আসামি গ্রেফতার ছবি: প্রতীকী

নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে শর্টগানসহ ১০ মামলার আসামি তারেক আজিজ তপুকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে শর্টগানসহ ১০ মামলার আসামি তারেক আজিজ তপুকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তারেক উপজেলার ইয়ারকোর্ট ইউনিয়নের ইয়ারকোর্ট গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিয়া বাংলানিউজকে জানান, তারেকের বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় হত্যাসহ ১০টি মামলা রয়েছে। তিনি এতোদিন পলাতক ছিলেন। সকালে চৌরাস্তা এলাকায় অবস্থান করছিলেন তিনি। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে একটি শর্টগানসহ ‍তাকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।