ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরগুনায় আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
বরগুনায় আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা বরগুনা

বরগুনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হয়েছে।

বরগুনা: বরগুনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হয়েছে।

 

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বরগুনা-০১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সরকারের পক্ষ থেকে এ সহায়তা দেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিককে দু’বান্ডিল টিন, ভাড়াটিয়া ব্যবসায়ীদের সাত হাজার টাকা ও প্রত্যেক ক্ষতিগ্রস্তদের জিআর ৩০ কেজি চাল দেওয়া হয়।

এ সময় বিশেষ অতিথি ছিলেন- বরগুনা জেলা প্রশাসক ড. মোহাম্মদ বশিরুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু প্রম‍ুখ।

এছাড়াও বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান প্রত্যেক ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ হাজার টাকা অনুদান দেন।

বুধবার (২১ ডিসেম্বর) দিনগত রাতে বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের চালিতাতলী বাজারে ছয়টি দোকান পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।