ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মঠবাড়িয়ায় ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
মঠবাড়িয়ায় ইয়াবাসহ যুবক আটক ইয়াবাসহ জিয়াউল হক মৃধা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ২০৫ পিস ইয়াবাসহ জিয়াউল হক মৃধা (৩২) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ২০৫ পিস ইয়াবাসহ জিয়াউল হক মৃধা (৩২) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের সোনাখালী বাজার থেকে তাকে আটক করা হয়।

জিয়াউল হক মৃধা উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের ইউনুস মৃধার ছেলে।

ডিবির উপ পরিদর্শক (এসআই) মো. নুরুল আমীন সিকদার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় সোনাখালী বাজার থেকে জিয়াউল হককে আটক করা হয়। এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে ২০৫ পিস ইয়াবা পাওয়া যায়।
এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।