ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাধবপুরে টয়লেট থেকে অস্ত্র ও ককটেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
মাধবপুরে টয়লেট থেকে অস্ত্র ও ককটেল উদ্ধার টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল ও একটি পাইপগান উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল ও একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল ও একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার মনতলা বাজারের একটি টয়লেট থেকে এসব উদ্ধার করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পুলিশ উপজেলার মনতলা বাজারের একটি টয়লেটে অভিযান চাল‍ায়। এসময় শাহ আলম নামে এক ব্যবসায়ীর দোকানের পেছনের টয়লেট থেকে ১০টি ককটেল ও একটি পাইপগান উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাধবপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
বিএসকে/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।