ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারীকে অপহরণ করায় ইউপি সদস্য কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
নারীকে অপহরণ করায় ইউপি সদস্য কারাগারে

এক নারীকে অপহরণের অভিযোগে আটক কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আনোয়ারুল ইসলামকে (৩৮) কারাগারে পাঠিয়েছে পুলিশ।

কুড়িগ্রাম: এক নারীকে অপহরণের অভিযোগে আটক কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আনোয়ারুল ইসলামকে (৩৮) কারাগারে পাঠিয়েছে পুলিশ।

 

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়।

আটক ইউপি সদস্য ধামশ্রেণি ইউনিয়নের বিষ্ণুবল্লভ গ্রামের হামিদুর রহমানের ছেলে ।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস কে আব্দুল্যাহ আল সাঈদ বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি জানান, ধামশ্রেণি গ্রামের স্বামী পরিত্যক্ত এক সন্তানের জননীর (২৮) সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন আনোয়ারুল ইসলাম। পরে তিনি ওই নারীকে বিয়ের প্রলোভন ও চাকুরি দেওয়ার নাম করে বাড়ি থেকে অপহরণ করেন।

অপহৃত ওই নারীর মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার (২৪ ডিসেম্বর) রাতে উলিপুর বাস টার্মিনাল এলাকা থেকে আনোয়ারুলকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

এরপর রোববার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে এবং অপহৃত নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।