ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গ্রেনেডে আহত সাবিনা আগের চেয়ে ভালো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
গ্রেনেডে আহত সাবিনা আগের চেয়ে ভালো

রাজধানীর দক্ষিণখানে জঙ্গিদের ছোড়া গ্রেনেডে আহত শিশু সাবিনা আগের চেয়ে অনেকটা ভালো আছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা।

ঢাকা: রাজধানীর দক্ষিণখানে জঙ্গিদের ছোড়া গ্রেনেডে আহত শিশু সাবিনা আগের চেয়ে অনেকটা ভালো আছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা।

ঢামেক হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের ডা. আমিনা রেজা বাংলানিউজকে, সোমবার (২৬ ডিসেম্বর) সকালে শিশুটিকে আমরা দেখেছি।

সে আমাদের কথার জবাব দিচ্ছে। পেটে অস্ত্রোপচারের কারণে মুখ দিয়ে এখন কোনো খাবার দেওয়া হচ্ছেনা। স্যালাইন ও ওষুধ দেওয়া হচ্ছে।  

জরুরি বিভাগের চতুর্থ তলার পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন আছে সাবিনা।

গত শনিবার (২৪ ডিসেম্বর) আশকোনায় জঙ্গিদের ছোড়া গ্রেনেডে গুরুতর আহত হয় সাবিনা। হাত, পা, পেট ও বুকে স্প্লিন্টারের আঘাত পায় সে। ঘটনার দিন রাতে তার অস্ত্রোপচার হয়।

এরপর ঢামেক হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের ইনডোর মেডিকেল অফিসার (আইএমও) ডা. মোশতাক আহমেদ বলেন, শিশুটির বুকের চামড়ার ওপর আঘাত আছে। তার বাম হাত ভাঙা। তবে পেটের আঘাত গুরুতর। পেটে স্প্লিন্টার ঢুকে খাদ্যনালীর কয়েক জায়গায় ফুটো হয়ে গেছে।  

গ্রেনেডে আহত শিশুটিকে ঢামেক হাসপাতাল নিলে সে নিজের নাম সাবিনা, বাবার নাম ইকবাল ও মা’র নাম শাকিরা বলে জানায়।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।