ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ২৪ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
কিশোরগঞ্জে ২৪ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

কিশোরগঞ্জে অবসরপ্রাপ্ত ২৪ জন পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। এ সময় মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন জেলার পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে অবসরপ্রাপ্ত ২৪ জন পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। এ সময় মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন জেলার পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান।

সোমবার (২৬ ডিসেম্বর)  দুপুর ১২টার দিকে জেলা পুলিশ সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনাপ্রাপ্ত অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন- অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক (অবসরপ্রাপ্ত) এম ডি আব্দুর সাত্তার, পুলিশ পরিদর্শক আবুল হাশেম, পুলিশ পরিদর্শক মো. আব্দুল কুদ্দুছ,  পুলিশ পরিদর্শক মো. ছফির উদ্দিন, পুলিশ পরিদর্শক মো. রইছ উদ্দিন, পুলিশ পরিদর্শক মো. ফজলুর রহমান, উপ-পরিদর্শক (এসআই) মো. আজিম উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সামছুল হুদা আংগুর, কনস্টেবল নুরুল ইসলাম, মতিউর রহমান, আবু শামা, মো. আজিজুল করিম খান, মো. বাহার উদ্দিন, মো. আলা উদ্দিন, মোহাম্মদ আলী, আবুল হাসেম, নবী হোসেন, নজরুল ইসলাম, লিয়াকত আলী, আব্দুল লতিফ, মো. মতিউর রহমান, ইউনুস আলী, নুরুল হক ও কনস্টেবল মো. আনোয়ারুল হক।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদ উল্লাহ, ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, কিশোরগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন ও (ওসি-তদন্ত) মুর্শেদ জামান।    

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।