ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে অগ্নিকাণ্ডে ৭ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
ফেনীতে অগ্নিকাণ্ডে ৭ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি আগুনে পোড়া ঘর

ফেনী শহরের সার্কিট হাউজ এলাকার ভাই ভাই ম্যানশন নামে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ওই পরিবারের।

ফেনী: ফেনী শহরের সার্কিট হাউজ এলাকার ভাই ভাই ম্যানশন নামে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ওই পরিবারের।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ফেনী পৌর শহরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, হঠাৎ করে ও বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে, আগুন দেখে ঘরের মানুষজন বের হতে পারলেও ঘরে থাকা ফ্রিজ, টেলিভিশনসহ দামী আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিভায়।

ফেনী ফায়ার সার্ভিসের কর্মকর্তা সানাউল হক জানান, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে আনুমানিক ৭ লাখ টাকা হবে।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।