ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

নাটোরে নকল নবিসদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০১, ডিসেম্বর ২৭, ২০১৬
নাটোরে নকল নবিসদের অনির্দিষ্টকালের কর্মবিরতি নাটোরে নকল নবিসদের কর্মবিরতি

চাকরি জাতীয়করণের দাবিতে নাটোরে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিসরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ( ২৭ ডিসেম্বর) দুপুরে অর্ধশতাধিক নকল নবিস সদর সাব রেজিস্ট্রি অফিস চত্বর থেকে মিছিল বের করে।

নাটোর: চাকরি জাতীয়করণের দাবিতে নাটোরে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিসরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ( ২৭ ডিসেম্বর) দুপুরে অর্ধশতাধিক নকল নবিস সদর সাব রেজিস্ট্রি অফিস চত্বর থেকে মিছিল বের করে।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশে বক্তারা অবিলম্বে তাদের চাকরি জাতীয়করণের পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান।

একই দাবিতে গত ৪ ডিসেম্বর থেকে জেলার ৭টি সাব রেজিস্ট্রি অফিসের ১৭২ জন নকলনবিস কর্মবিরতি পালন করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।