ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাবনার ঈশ্বরদীতে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
পাবনার ঈশ্বরদীতে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত পাবনার ঈশ্বরদীতে অগ্নিকাণ্ড/ ছবি: বাংলানিউজ

পাবনা জেলার ঈশ্বরদী পৌর এলাকার আলহাজ মোড়ে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

পাবনা: পাবনা জেলার ঈশ্বরদী পৌর এলাকার আলহাজ মোড়ে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

 

বুধবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।  


আগুনে ব্যবসায়ী শহিদুল ইসলাম, খায়রুল ইসলাম, আল-আমিন, আমিরুল ইসলাম ও উৎপলের অটোমোবাইল, লেদ, খাবার হোটেল, লেপ-তোষকের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর তোজাম্মেল হক জানান, প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষাধিক টাকার।

বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।