ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনা প্রেসক্লাবের সভাপতির মায়ের ইন্তেকাল

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
খুলনা প্রেসক্লাবের সভাপতির মায়ের ইন্তেকাল

খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের মা আঙ্গুরা খাতুন (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

খুলনা: খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের মা আঙ্গুরা খাতুন (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মহানগরীর ডালমিল মোড়ে অবস্থিত নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বামী মৃত শেখ সোহরাব আলী।  

শুক্রবার (২৯ ডিসেম্বর) বাদ জুমা ইসলামাবাদ ঈদগাহ ময়দানে মরহুমার নামাজে জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

তার মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের নেতারা।

তারা হলেন-খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি মোজাম্মেল হক হাওলাদার ও এস এম সাহিদ হোসেন, সাধারণ সম্পাদক মামুন রেজা, যুগ্ম-সম্পাদক মো. তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. রাশিদুল ইসলাম, সহকারী সম্পাদক এস এম কামাল হোসেন, অরুণ কুমার মন্ডল ও দেবনাথ রনজিৎ কুমার, কার্যনির্বাহী সদস্য বেগম ফেরদৌসী আলী, শেখ আবু হাসান, কাজী মোতাহার রহমান, ড. মো. জাকির হোসেন, মো. ফরিদ আহমেদ, গৌরাঙ্গ নন্দী, মল্লিক সুধাংশু, এনামুল হক, সোহরাব হোসেন, হাসান আহমেদ মোল্লা ও সৈয়দ আব্দুল মতিন।

এদিকে মৃত্যুর খবর পেয়ে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনের কর্মকর্তারা তার বাড়িতে ছুটে যান।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।