ঢাকা, সোমবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে বাসচাপায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
পাঁচবিবিতে বাসচাপায় নিহত ১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নাকুরগাছী এলাকায় বাসচাপায় হাসান আলী (২৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নাকুরগাছী এলাকায় বাসচাপায় হাসান আলী (২৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাসান পাঁচবিবি উপজেলার নাকুরগাছী গ্রামের হানিফ মিয়ার ছেলে। তিনি র‌্যাংস ফার্মা লিমিটেডের বিক্রয় প্রতিনিধি ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের নাকুরগাছি এলাকায় হাসান রাস্তা পার হচ্ছিলেন। এসময় হিলিগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসম্বের ৩০, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।