ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

ভোলা থিয়েটারের ২৭ বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
ভোলা থিয়েটারের ২৭ বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজন

দ্বীপজেলা ভোলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ভোলা থিয়েটারের ২৭ বছর পূর্তিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ভোলা: দ্বীপজেলা ভোলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ভোলা থিয়েটারের ২৭ বছর পূর্তিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

এ উপলক্ষে শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় কবি মোজাম্মেল হক টাউন হল সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

এতে জেলার নাট্যদর্শক, শিল্পবন্ধু ও পৃষ্ঠপোষক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে সেলিম আল দীনের রচিত ও অনিক কুমার সাহার নির্দেশনায় মঞ্চস্থ হবে নাটক ‘গ্রন্থিকগন কহে’। এটি ভোলা থিয়েটারের ২০তম প্রযোজনা।
 
এদিকে, অনুষ্ঠানকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন থিয়েটারের কর্মকর্তারা। আধুনিক সাজে সজ্জিত করা হয়েছে মঞ্চ।
 
সংগঠনটি ১৯৮৯ সালে যাত্রা শুরু করে সুনামের সঙ্গে সাংস্কৃতিক চর্চা করে আসছে।
 
অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি নাসির লিটন ও সাধারণ সম্পাদক অতনু করঞ্জাই।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
এজি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।