ঢাকা, সোমবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে স্বর্ণের দোকানে চুরি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
সাভারে স্বর্ণের দোকানে চুরি

সাভার (ঢাকা): সাভারের চৌরঙ্গি সুপার মার্কেটে মোহনা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে দোকানের ম্যানেজার চিত্ত রঞ্জন সরকার বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি বলেন, সকালে দোকান খুলে দেখি সব তছনছ হয়ে আছে। এরপর পাশের দোকানের দেওয়াল ভাঙা দেখে সঙ্গে সঙ্গে মালিককে খবর দেওয়া হয়।

এদিকে, চোরেরা প্রায় একশ’ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে বলে ওই দোকানের ম্যানেজার চিত্ত রঞ্জন সরকার দাবি করছেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, আমি বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬

এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।