ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

১০ ঘণ্টা পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২৭, জানুয়ারি ২, ২০১৭
১০ ঘণ্টা পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু

মুন্সীগঞ্জ: ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া- কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

লৌহজংয়ে বিআইডব্লিওটিসি’র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারি বাংলানিউজকে জানান, রোববার (১ জানুয়ারি) দিনগত রাত ১১টা থেকে সোমবার (২ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।

কুয়াশায় মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বর্তমানে এ রুটে ১৩টি ফেরি সচল থাকলেও ঘন কুয়াশার কারণে প্রায় প্রতিদিনই কিছু সময় ফেরিগুলো বন্ধ রাখতে হচ্ছে।

এদিকে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় ঘাটে গাড়ির দীর্ঘ লাইন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।