ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৬, জানুয়ারি ২, ২০১৭
চৌদ্দগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আহসান উল্লাহ (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (০২ জানুয়ারি) সকালে চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযানের খবর বাংলানিউজকে নিশ্চিত করেছে।

আটক আহসান উল্লাহ উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামের ইহসাক মিয়ার ছেলে।

থানা পুলিশ সূত্র জানায়, উপজেলার লাটিমি এলাকা থেকে অস্ত্রসহ ওই যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলিভর্তি আমেরিকায় তৈরি ৭.৬৫ এমএম পয়েন্টের একটি পিস্তল উদ্ধার করা হয়।

আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান চৌদ্দগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) শুভ রঞ্জন চাকমা।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ