ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

কাউখালীতে ৩০ কেজি জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
কাউখালীতে ৩০ কেজি জাটকা জব্দ

পিরোজপুর: পিরোজপুরের কাউখালী উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ জানুয়ারি) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী চাকমা এ অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্র জানায়, সকালে কাউখালীর দক্ষিণ বাজারে অভিযান চালানো হয়। এসময় বাশুরি গ্রামের আরিফুর রহমান হাওলাদার, কচুয়াকাঠীর আনন্দ দাস ও বিড়ালজুড়ি গ্রামের পনিরের মাছের দোকান থেকে প্রায় ৩০ কেজি নিষিদ্ধ জাটকা জব্দ করা হয়।

অভিযানকালে মাছ ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

পরে জব্দকৃত জাটকাগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পাঁচটি এতিম খানায় বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা মৎস্য অফিসার মনোজ কুমার সাহা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।