ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

যশোরে ট্রাকচাপায় বিক্রয় প্রতিনিধি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
যশোরে ট্রাকচাপায় বিক্রয় প্রতিনিধি নিহত

যশোর: যশোরে ট্রাকচাপায় আজমল হক (৩৮) নামে ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি মারা গেছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজমল হোসেন যশোর সদর উপজেলার কচুয়া গ্রামের মজিদ মোড়লের ছেলে। তিনি শহরের পূর্ববারান্দীপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।

যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে আজমল শহরের মুড়লী মোড় থেকে মোটরসাইকেলযোগে মণিহার মোড়ের দিকে আসছিলেন। পথিমধ্যে র‌্যাব ক্যাম্প এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই আজমলের মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ০৩০৯ ঘণ্টা,  জানুয়ারি ০৪, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।