ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
চাঁদপুরে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মজিবুর রহমান (৪৫) মইজ্যা ও হাবু জোয়ারদার (৪০) নামে দুই ডাকাত নিহত হয়েছেন।

বুধবার (৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে গজরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দুবগী গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত মজিবুর রহমান ওই ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলামের ভাই এবং হাবু জোয়ারদারের বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

ঘটনার পর থেকে নিহত মজিবুর রহমানের ভাই ইউপি সদস্য নুরুল ইসলামও পলাতক রয়েছেন।

মতলব উত্তর থানা পুলিশ জানায়, উপজেলার গজরা এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকতারা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় মজিবুর রহমান ও হাবু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন মজুমদার বাংলানিউজকে বলেন, মইজ্যা ডাকাত দীর্ঘদিন ধরে এই এলাকায় ডাকাতি করে আসছে। তার সঙ্গে আন্তঃজেলা ডাকাত দলের যোগাযোগ রয়েছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।