ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

কেরানীগঞ্জে দরিদ্র ও ভিক্ষুক পুনর্বাসন সংক্রান্ত সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
কেরানীগঞ্জে দরিদ্র ও ভিক্ষুক পুনর্বাসন সংক্রান্ত সভা

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে দরিদ্র ও ভিক্ষুক পুনর্বাসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় উপজেলার ১২টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের নিয়ে বিষয়টি আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান জুমন।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুল বাশার, উপজেলা সমন্বয়কারী মো. সরফরাজ হোসেন ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. রমজান আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।