ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় লিয়াকত আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে মোটরসাইকেলের তিন আরোহী। বুধবার (৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের সুবর্ণসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার বানিয়াগাঁতী গ্রামের বাসিন্দা।

আহত ব্যক্তিরা হলেন-মোটরসাইকেল চালক চন্দনগাঁতী বটতলা গ্রামের মন্তাজ আলীর ছেলে সাজেদুল ইসলাম (২৫), একই গ্রামের জমিদার আলীর ছেলে নুর হোসেন (৩০) ও আফছার আলীর ছেলে শাহাদত হোসেন (১৫)।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোসাদ্দেক আলী বাংলানিউজকে জানান, দুপুরে সুবর্ণসাড়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন লিয়াকত আলী।

এসময় ওই তিন আরোহীসহ মোটরসাইকেলটি এনায়েতপুর থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

এ অবস্থায় স্থানীয়রা লিয়াকতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।