ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

জেঁকে বসছে শীত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, জানুয়ারি ৪, ২০১৭
জেঁকে বসছে শীত

ঢাকা: একটু দেরিতে হলেও রাজধানীসহ সারাদেশে জেঁকে বসতে শুরু করেছে শীত। পৌষের শেষে এসে নিজের দাপট যেনো দেখাবেই বলে পণ করেছে শীত বুড়ি। আসছে মাঘের শুরুতে তাই শীতের দাপটে বাঘে খাওয়ার দশায় পড়ার আশঙ্কা আছে।  

আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, আগামী ১৮ জানুয়‍ারি পর্যন্ত প্রতিদিনই বাড়তে থাকবে শীতের প্রকোপ। রাজধানীর তাপমাত্রা নেমে যেতে পারে ১২ ডিগ্রিরও নিচে।

এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা হিমালয় ছোঁয়া শীতল বাতাসের গতিবেগ ১২ কিলোমিটার থেকে ১৭ কিলোমিটারের মধ্যে ওঠানামা করবে।

এমন পরিস্থিতিতে ঠাণ্ডা-কাশিসহ শীতজনিত রোগের প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অতিরিক্ত শীতে মৌসুমী সবজির ওপরও বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এরই মধ্যে রাজধানীর বিভিন্ন মার্কেটসহ ফুটপাতে শীতের পোশাক তৈরির ধুম পড়েছে। বুধবার থেকেই এসব শীতবস্ত্রের দাম বাড়তির দিকে বলে খবর পাওয়া গেছে। শীত আরো জেঁকে বসে শীত বস্ত্রের দামও পাল্লা দিয়ে বাড়বে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।