ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় বনদস্যুদের হামলায় বন কর্মকর্তাসহ ১৭ জন আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
হাতিয়ায় বনদস্যুদের হামলায় বন কর্মকর্তাসহ ১৭ জন আহত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে গাছ কাটা ও গাছ চুরিতে বাধা দেওয়ায় বনদস্যুদের হামলায় বন কর্মকর্তাসহ ১৭ জন আহত হয়েছেন। এ সময় বন বিভাগের একটি রাইফেলও ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা।

বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় নিঝুমদ্বীপের বৌ-বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বন বিভাগের নিঝুমদ্বীপ রেঞ্জের বিট কর্মকর্তা নূরে আলম হাফিজ, জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আলম চৌধুরী, বিট কর্মকর্তা ওমর ফারুক, নিঝুমদ্বীপের ফরেস্টার নূর উল্যা চৌধুরী, আবু মুসা খান, আশরাফুল মমিন ফারুক, আলমগীর হোসেন, মোশারফ হোসেন সহ ১৭ জন।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে একদল সন্ত্রাসী নিঝুমদ্বীপের বন থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় বন কর্মকর্তারা তাদের বাধা দিতে গেলে সন্ত্রাসীরা কর্মকর্তাদের ওপর হামলা চালায়।

এ সময় সন্ত্রাসীরা রেঞ্জ কর্মকর্তা সহ ১৭ জনকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে তাদের সাথে থাকা একটি রাইফেল ছিনিয়ে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

নিঝুমদ্বীপ রেঞ্জের বিট কর্মকর্তা নূরে আলম হাফিজ জানান, স্থানীয় লেদু মাঝির ছেলে বনদস্যু ইউছুফের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালিয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, গাছ ও মাটি কাটা নিয়ে স্থানীয়দের সাথে বন কর্মকর্তাদের সংঘর্ষ হয়েছে। বন বিভাগের কর্মকর্তাদের অভিযোগ দিতে বলা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।