ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে সোয়া তিন ঘণ্টা বন্ধ থাকার পর পুনঃরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে কায়াশার কারণে ফেরির মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) ভোর সোয় ৬টা থেকে নৌরুটে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ পুলিশের ইনচার্জ সামছুল আলম বাংলানিউজকে জানান, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটের উভয় পাড়ে ছয় শতাধিক যানবাহন নৌরুট পাড়ের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।