ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

বেনাপোলে বাল্যবিয়ে প্রতিরোধে সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
বেনাপোলে বাল্যবিয়ে প্রতিরোধে সমাবেশ বেনাপোলে বাল্যবিয়ে প্রতিরোধে সমাবেশ-ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তে বাল্যবিয়ে প্রতিরোধে স্কুলের ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।

স্কুল ম্যানেজিং কমিটির সহ সভাপতি মাস্টার শহিদুল্লার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন-জেলা শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম টুকু।

সমাবেশে স্কুলের প্রায় সহস্রাধিক ছাত্রীদের অংশগ্রহণে শিক্ষা কর্মকর্তারা বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা করেন।

পরে তাদের মধ্যে সাধারণ জ্ঞান চর্চা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় বিজয়ী ছাত্রীদের মধ্যে শিক্ষ‍া উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা বেগম, সহকারী প্রধান শিক্ষক রমজান আলী, শিক্ষক হাসিনা বেগম, কেয়া, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জেসমিন আক্তার, আজিজুল হক ও আব্দুস ছালাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এজেডএইচ/আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।