ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে বাপাউবো কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
সাভারে বাপাউবো কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ সাভারে বাপাউবো কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন/ছবি-বাংলানিউজ

সাভার: ঢাকার সাভারে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) কর্মকর্তাদের জন্য দুইমাস মেয়াদী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) আইসিটি অডিটোরিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পানিসম্পদ বাংলাদেশের উন্নয়নে বড় ভূমিকা পালন করে আসছে।

উন্নয়নের ধারা আরও গতিশীল এবং সঠিকভাবে ব্যবহার করতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন করার পাশাপাশি কাজের উন্নয়নে গতি আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর আ ল ম আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. জাহাঙ্গীর কবির প্রমুখ।

উদ্বোধনী দিনে প্রশিক্ষণ কোর্সে পানিসম্পদ মন্ত্রাণালয়ের ২৫ জন কর্মকর্তা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭

এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।