ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় মাথাহীন ছাগলের বাচ্চা জন্ম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
হাতীবান্ধায় মাথাহীন ছাগলের বাচ্চা জন্ম মাথাহীন দুই পায়ের ছাগলের বাচ্চা

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাথাহীন দুই পায়ের একটি ছাগলের বাচ্চার জন্ম হয়েছে।

শুক্রবার (০৬ জানুয়ারি) সকালে উপজেলার নাওদাবাস ইউনিয়নের কেকতীবাড়ী বাজার এলাকার মাছ ব্যবসায়ী জাহেদুল ইসলামের বাড়িতে ছাগলের বাচ্চাটির জন্ম হয়।

জাহেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, সকালে আমাদের বাড়ির একটি ছাগল বাচ্চা প্রসব করে।

বাচ্চাটির মাথা, নাক, মুখ নেই। মাথার কাছে আবার ছিদ্র রয়েছে। যা দিয়ে সদ্য প্রসব হওয়া ছাগলের বাচ্চাটি শ্বাস প্রশ্বাস নিচ্ছে।

হাতীবান্ধা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বাবুল হোসেন বাংলানিউজকে জানান, হরমোন ও জিংকগত সমস্যার কারণে এ ধরণের বাচ্চার জন্ম হতে পারে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এনটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।