ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

কালিগঙ্গা নদী থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৩, জানুয়ারি ৬, ২০১৭
কালিগঙ্গা নদী থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় কালিগঙ্গা নদী থেকে মাহতাব খান (৩৫) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকের মরদেহটি উদ্ধার করা হয়।

 

মাহাতাব খান উপজেলার উত্তর সাতকাছেমিয়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। তিনি স্থানীয় একটি ইটভাটায় কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে ফোন পেয়ে কাজের উদ্দেশে ইট ভাটায় চলে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় বৃহস্পতিবার (০৫ জানুয়ারি)  মাহাতাবের ভাই ফারুখ খান থানায় সাধারণ ডায়েরি করেন।

শুক্রবার সকাল ১০টার দিকে কালিগঙ্গা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ বেলা সাড়ে ১১টায় মরদেহটি উদ্ধার করে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
বিএসকে/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।