ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সেলফি রসিকতায় মেয়র আনিসুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
সেলফি রসিকতায় মেয়র আনিসুল সেলফি তুলতে মেয়রের সঙ্গে তার ভক্ত/ছবি-সুমন শেখ

ঢাকা: ‘স্যার! একটু সময় হবে, একটা সেলফি উঠাবো।’ এক ভক্তের আবদারে রাজি হতে না হতেই আরেকজন পাশে এসে হাজির। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের সঙ্গে সেলফি উঠানোর সুযোগ মিস করতে রাজি নন উপস্থিত কেউই।

অবশ্য কাউকে হতাশও করছেন না মেয়র। প্রতিবার সেলফি তোলার সময়ই নিজের চিরনবীন হাসিটি দিয়ে যাচ্ছেন তিনি।

সেলফি তুলতে অনেকেই মেয়রের গায়ের ওপর গিয়ে পড়ছেন।

পরিস্থিতি সামলে নিচ্ছেন মেয়র নিজেই। বলছেন, ‌‌আমরা শৃঙ্খলা বজার রাখি। এক এক করে তুলি সবাই। আমি সবার সঙ্গে সেলফি তুলবো।

শুক্রবার (০৬ জানুয়ারি) সকালে রাজধানীর মানিক মিয়ার অ্যাভিনিউ সড়কের পাশে সংসদ ভবন সংলগ্ন ফুটপাতে দেখা যায় এসব দৃশ্য। সেখানে মিনি ম্যারাথনের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র আনিসুল হক। অনুষ্ঠানে মেয়রের সঙ্গে ছবি তুলেছেন মেয়র ভক্তরা।

ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে মঞ্চে উঠে খানিকটা রসিকতাও করতে ভুললেন না মেয়র।

গাল ভরা হাসি নিয়ে তারুণ্যের প্রতীক এ নগর পিতা বললেন, ‘প্রতিবার সেলফিতে আমার ফি ১০ টাকা। গত বছরের মতোই রেখেছি এমাউন্ট। ব্র্যাক ব্যাংকের কর্মকর্তাদের জন্য ছাড় দিয়েছি। ফি বাড়াইনি। ’ তার মুখে এমন রসিকতা শুনে হেসে উঠলেন উপস্থিত দর্শক শ্রোতারাও।

সবার মুখে হাসি দেখে আবারও বলতে লাগলেন মেয়র, ‘ছেলেদের জন্য ফি ১০ টাকা। আর মেয়েদের জন্য বিশেষ ছাড়া। ১০ পার্সেন্ট ডিসকাউন্ট। ’

এ সময় পাশের মেয়ে সঞ্চালক অবশ্য রসিকতার ছলে ছোট করে বলছিলেন, ‘১০ টাকা একটু কম হয়ে গেলো না?’

অনুষ্ঠানে এমন উদ্যোগের জন্য ব্র্যাক ব্যাংককে সাধুবাদ জানান মেয়র।

মিনি ম্যারাথনে এসে সবাইকে আনন্দও দিয়ে গেলেন মেয়র আনিসুল হক। আবার মিনি ম্যারাথনের মতো জীবনের দৌড়েও যেন এগিয়ে থাকে সবাই এ প্রত্যয়ও ব্যক্ত করলেন এ নগর পিতা।

বললেন, ‘জীবনের দৌড়েও আমরা যেন সেরাটা দিতে পারি এই কামনা সবার জন্য। ’

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
জেডএফ/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।