ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নড়াইলে যুবদল নেতার মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
নড়াইলে যুবদল নেতার মরদেহ উদ্ধার

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ মল্লিকের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে লোহাগড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে নির্মাণাধীন ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

আশরাফের ভাতিজা আলমগীর মল্লিক আরব বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর লোহাগড়া বাজার থেকে হঠাৎ নিখোঁজ হন তার চাচা (আশরাফ)। প্রতিপক্ষের লোকজন তার চাচাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থল থেকে আশরাফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে আশরাফের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
বিএসকে/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।