ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তৃতীয় দফায় বিচার বিভাগীয় তদন্ত দলের গোবিন্দগঞ্জ পরিদর্শন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
তৃতীয় দফায় বিচার বিভাগীয় তদন্ত দলের গোবিন্দগঞ্জ পরিদর্শন

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদ ও সহিংসতার ঘটনা তদন্তে তৃতীয় দিনের মতো ঘটনাস্থল পরিদর্শন করেছে বিভাগীয় তদন্ত দল।

শুক্রবার (০৬ জানুয়ারি) সকালে তদন্ত দলের সদস্য গাইবান্ধা জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল্লাহ এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

এছাড়া চিনিকলে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারদের সাক্ষ্যগ্রহণ করেন।

এর আগে উচ্চ আদালতের নির্দেশে গত ২৭ ডিসেম্বর প্রথম দফা ও ৪ জানুয়ারি দ্বিতীয় দফা তদন্ত শুরু করেন গাইবান্ধা জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
আরবি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।