ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

বগুড়া পৌরসভার নতুন এলাকা ‘শান্তিবাগ মহল্লা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, জানুয়ারি ৬, ২০১৭
বগুড়া পৌরসভার নতুন এলাকা ‘শান্তিবাগ মহল্লা’ বগুড়া পৌরসভার নতুন এলাকা ‘শান্তিবাগ মহল্লা’ আনুষ্ঠানিক উদ্বোধন- ছবি: আরিফ জাহান

বগুড়া: বগুড়া পৌরসভার ফুলদীঘি খালের পূর্বপাড়া ও দক্ষিণ চক ফরিদের আংশিক নিয়ে গঠিত নতুন এলাকার নামকরণ করা হয়েছে ‘শান্তিবাগ মহল্লা’।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নামকরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আসাদুর রহমান দুলু।
 
তিনি বলেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

যার সুফল আমরা সবাই ভোগ করছি।

তিনি আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য এলাকাকে মাদকমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান জানান।
 
অনুষ্ঠানে ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহিম প্রামাণিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপন, ব্যবসায়ী ফেরদৌস মাহমুদ সেলিম ও ফরিদ উদ্দিন মন্ডল উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন, এলাকার নামকরণে গঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট আলিনুর সেলিম ও সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম স্বপন।
 
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
এমবিএই‍চ/এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।