ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আফ্রিকায় নিহত সেনা সদস্যের বাড়িতে শোকের মাতম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
আফ্রিকায় নিহত সেনা সদস্যের বাড়িতে শোকের মাতম

সাতক্ষীরা: আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত সেনা সদস্য আব্দুর রহিমের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। রহিমের স্ত্রী রুবাইয়া সুলতানা রানু পাঁচ মাস বয়সী ছেলে ফারাবিকে নিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন। রহিমের মা রওশন আরা বেগমের আহাজারিতে স্তব্ধ হয়ে গেছে গোটা এলাকা।

নিহত সেনা সদস্য আব্দুর রহিম সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) আফ্রিকায় শান্তি মিশনে কর্মরত অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সেনা সদস্য আব্দুর রহিম।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
এজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।