ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৩ দফা দাবিতে আন্দোলনে নামছে বাপসা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
৩ দফা দাবিতে আন্দোলনে নামছে বাপসা বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সংবাদ সম্মেলনে

ঢাকা: তিন দফা দাবিতে আন্দোলনে নামছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা)। সারাদেশের ৪ হাজার ৫শ’ ৩৬টি ইউনিয়ন পরিষদের সচিব এ আন্দোলনে অংশ নেবেন।

শনিবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সম্প্রসারিত মিলনায়তনে বাপসার পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

বাপসার সাধারণ সম্পাদক তিনদফা দাবি উত্থাপন করে বলেন, ইউনিয়ন পরিষদের সচিবদের পদবি পরিবর্তন করে ১০ম গ্রেড স্কেলের মর্যাদা, বেতন-ভাতাসহ যাবতীয় সুবিধা সরকারি অর্থ প্রদান ও পেনশনের ব্যবস্থা করা।

এসব দাবি না মানা হলে আগামী ২৯ ও ৩০ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাপসার উপদেষ্টা রেজাউল করিম তুহিন, সভাপতি শেখ হাবিবুর রহমান, মহাসচিব মাসুদ পারভেজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
কেজেড/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।