ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে নৌকা ডুবিতে একই পরিবারের ৩ জনের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
মির্জাপুরে নৌকা ডুবিতে একই পরিবারের ৩ জনের মৃত্যু  মির্জাপুরে নৌকা ডুবিতে একই পরিবারের ৩ জনের মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় কোনাই নদীতে নৌকা ডুবে মা, ছেলে ও ছেলের বউ মারা গেছেন। শনিবার (৭ জানুয়ারি) ভোরে নদী থেকে একজনের ও বেলা ১১টার দিকে অপর দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- উপজেলার টাকিয়া কমদা উত্তরপাড়ার ফুলখাতুন, তার ছেলে আনোয়ার হোসেন ও ছেলের বৌ ফরিদা।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ১১ জন যাত্রী নিয়ে উপজেলার লতিফপুর ইউনিয়নে কোনাই নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে।

এসময় নৌকায় থাকা অন্যরা সাঁতরে তীরে উঠলেও ওই তিনজন নিখোঁজ হন। ভোরে স্থানীয় লোকজন নদী থেকে মায়ের মরদেহ উদ্ধার করে। পরে মির্জাপুর দমকল বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ১১টার দিকে তার ছেলে ও ছেলের বউয়ের মরদেহ উদ্ধার করে।  

জানা গেছে, ফুলখাতুনের মেয়ের স্বামী মারা যাওয়ায় বৃহস্পতিবার দুপুরে ছেলে ও ছেলের বৌসহ ১১ জন গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামে যান। শুক্রবার রাতে নৌকায় করে বাড়ি ফিরছিলেন তারা। রাত সাড়ে ১০টার দিকে লতিফপুর ইউনিয়নের দক্ষিণ কদমা নামক স্থানে এলে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা অন্যরা সাঁতার কেটে তীরে উঠলেও ওই তিনজন নিখোঁজ হন। পরে শনিবার তাদের মরদেহ পাওয়া যায়।

মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আতাউর রহমান বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।