ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে তুরাগ রক্ষায় ক্যাম্পেইন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
গাজীপুরে তুরাগ রক্ষায় ক্যাম্পেইন স্বেচ্ছাসেবী সংগঠন নদী পরিব্রাজক দল দূষণের শিকার তুরাগ নদ পরিদর্শনে

গাজীপুর: দখল ও দূষণ থেকে তুরাগ নদ রক্ষায় গাজীপুরে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৭ জানুয়ারি) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন নদী পরিব্রাজক দল দূষণের শিকার তুরাগ নদের কড্ডা, কাশিমপুর, কারখানা বাজার ও মির্জাপুর বাজার এলাকা পরিদর্শন করে।

এ সময় সচেতনতামূলক বিভিন্ন লিফলেট বিতরণ করা হয়।

সংগঠনটির উদ্যোগে কড্ডা এলাকায় এ কর্মসূচিতে বক্তব্য রাখেন- জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য মো. আলাউদ্দিন, নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় সভাপতি মো. মনির হোসেন, র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার মহিউল ইসলাম।
কলকারখানার বিষাক্ত বর্জ্য তুরাগ নদে
বক্তারা জানান, নদী একটি দেশের রক্তনালীর মতো। রক্তনালী বন্ধ হলে যেমন মানুষ বাঁচে না, তেমনি নদ-নদী দখল ও দূষণ হলে দেশ বাঁচবে না। বর্তমানে তুরাগ নদ মারাত্বক দূষণের শিকার। কলকারখানার বিষাক্ত বর্জ্য নদ-নদীতে ফেলায় জীববৈচিত্র্য এবং পরিবেশ-প্রতিবেশের ভয়াবহ ক্ষতি হচ্ছে।

তারা জানান, নদ-নদী সংকুচিত হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন নদ-নদীর পাড়ে বসবাসরত মাঝি ও জেলেরা। অনেকেই বাধ্য হয়ে জীবিকার জন্য তাদের পুরাতন পেশা বদলে ফেলছেন।

এমন পরিস্থিতিতে দখল ও দূষণরোধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে অচিরেই তুরাগ নদ মানচিত্র থেকে হারিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
আরএস/জিপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।