ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় বাংলাদেশি গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা বিএসএফ’র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
চুয়াডাঙ্গায় বাংলাদেশি গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা বিএসএফ’র চুয়াডাঙ্গায় বাংলাদেশি গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা বিএসএফ’র

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সীমান্তে বকুল মণ্ডল (৩৮) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

শনিবার (০৭ জানুয়ারি) ভোরে দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত বকুল মণ্ডল দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি গ্রামের মৃত সদা আলী মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার মধ্যরাতে বকুল মণ্ডলসহ পাঁচ-ছয়জন গরু ব্যবসায়ী সীমান্তে গরু আনতে যান। ভোরে তারা বাংলাদেশি সীমান্তের ৮৮ নম্বর মেইন পিলারের কাছে অবস্থান করছিলেন। এসময় ভারতের মালুয়াপড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করেন। এতে অন্যান্য গরু ব্যবসায়ীরা পালিয়ে গেলেও বকুল বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন।

বকুলের সহযোগী আফসার আলী বাংলানিউজকে জানান, আটকের পর বিএসএফ সদস্যরা রাইফেলের বাট দিয়ে বকুলকে নির্মমভাবে পেটাতে থাকে। পরে ভোর ৬টার দিকে বকুলকে মুমূর্ষু অবস্থায় সীমান্তের বাংলাদেশি অংশে ফেলে রেখে যান। এ অবস্থায় স্থানীয়রা বকুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র পরিচালক লে. কর্নেল আমির মজিদ বাংলানিউজকে জানান, এ হত্যাকাণ্ডের কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এজি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।