ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

নোয়াখালী: চাঁদা না দেওয়ায় দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (০৭ জানুয়ারি) দুপুরে দেশটির জোহানেসবার্গ শহরের ব্লুমফন্টেইন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বাঙালি ওই ব্যবসায়ীর নাম লিয়াকত আলী (৫০)।

সন্ধ্যায় লিয়াকতের মৃত্যুর বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে তার এক আত্মীয় নিশ্চিত করেন। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে।

নিহতের চাচা সোলেমান বাংলানিউজকে জানান, সে দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ব্লুমফন্টেইনে প্রসাধনীর ব্যবসা করতো। শনিবার দুপুরে একদল সন্ত্রাসী তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হলে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এজি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।