ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
নাটোরে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য গ্রেফতার

নাটোর: নাটোরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আবু তালেবকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বড়বাড়িয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আবু তালেব উপজেলার আহম্মদপুর গ্রামের মৃত রাহাত আলীর ছেলে।

সে ৫টি ডাকাতি মামলার আসামি।
 
নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন সরকার বাংলানিউজকে জানান, আবু তালেব একজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে সদর, বড়াইগ্রাম, গুরুদাসপুর থানায় ৫টি এবং বিভিন্ন জেলায় আরও বেশ কিছু সংখ্যক ডাকাতি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এসজেএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।