ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাকের ধাক্কায় নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
গাজীপুরে ট্রাকের ধাক্কায় নারী নিহত

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তায় ট্রাকের ধাক্কায় নুরজাহান বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।

রোববার (০৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরজাহান সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আব্দুস ছালাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ওই নারী ভোগড়া এলাকা থেকে রিকশাযোগে চান্দনা চৌরাস্তা এলাকায় যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বর্ষা সিনেমা হলের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।