ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে উন্নয়ন মেলার উদ্বোধন ৯ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
সিলেটে উন্নয়ন মেলার উদ্বোধন ৯ জানুয়ারি উন্নয়ন মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

সিলেট: সিলেটে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন ৯ জানুয়ারি। ওইদিন বেলা ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করবেন।  

এর আগে বেলা ১টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য ৠালি বের করা হবে। ৠালিটি নগরীর রিকাবিবাজার মোহাম্মদ আলী জিমনেশিয়ামে গিয়ে শেষ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

জেলা প্রশাসক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ।

রোববার (০৮ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়।  

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেন, ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’  এই স্লোগানে সারাদেশের ন্যায় এক যোগে সিলেটেও উন্নয়ন মেলার দ্বার উন্মোচন হচ্ছে।

তিন দিনব্যাপী মেলায় ১৬টি বুথে যেসব সুযোগ সুবিধা থাকবে, এগুলোর মধ্যে অনলাইনে পর্চা প্রদান, নামজারী ও ভূমি উন্নয়ন কর আদায়, রিটার্ন দাখিল, ইটিআইএন খোলা, আয়কর সংক্রান্ত পরামর্শ ও তাৎক্ষণিক সেবা প্রদান, ভ্যাট রেজিস্ট্রেশন, রিটার্ন দাখিল, ভ্যাট সংক্রান্ত পরামর্শ ও তাৎক্ষণিক সেবা পাওয়া যাবে।  

সিটি করপোরেশনের আওতায় অনলাইনে জন্ম নিবন্ধন, পানির বিল সংগ্রহ, ট্রেড লাইসেন্স প্রদান ও হোল্ডিং ট্যাক্স আদায়, সিভিল সার্জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোহে ব্লাড গ্রুপিং, ডায়‍াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেসার মাপা, বিভিন্ন চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ সেবা প্রদান।  

বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ঋণ সেবা প্রদান ও ব্যাংক হিসাব খোলা, বিদ্যুৎ বিভাগ কর্তৃক অনলাইন স্পট কানেকশন, বিদ্যুৎ বিল গ্রহণ, কৃষি বিভাগের উদ্যোগে অনলাইনে সার সুপারিশ, মাটি পরীক্ষা, কৃষকদের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধান করা।

অনলাইনে পাসপোর্টের আবেদন, পাসপোর্ট আবেদন ট্রেকিং, ফায়ার সার্ভিসের ভূমিকস্পের মহড়া ও অগ্নিনির্বাপন সার্টিফিকেট, বিনামূল্যে পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ, প্রসব পরবর্তী সেবা, গর্ভবতী মায়ের সেবা, ইমপ্লান্ট, আইইউভি এবং কিউভ্যাক্টমি সংক্রান্ত পরামর্শ প্রদান করা হবে।

মেলায় লার্নার, ড্রাইভিং লাইসেন্স প্রদান, গাড়ির নম্বর প্লেট ও ডিজিটাল রেজিস্ট্রেশন ও মোটরযান সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান, একটি বাড়ি কেটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে তাৎক্ষণিক ঋণ প্রদান ও প্রতিবন্দ্বীদের জন্য রয়েছে চিকিৎসা কেন্দ্র। যেখানে আলট্রাসাউন্ড, আই আর আই, আইএসটি এবং স্পীচ থেরাপি এবং টিএমএসএস এর মাধ্যমে ব্লাড গ্রুপিং, ডায়বেটিস টেস্ট এবং রেডিও থেরাপি দেওয়া ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ে এটুআই কর্তৃক তাৎক্ষণিক যোগযোগের জন্য ১০৪ নম্বরে কল সেন্টার খোলা হয়েছে। প্রয়োজনে, সুবিধা অসুবিধায় কল করে নাগরিক সেবা ও অপরাধ দমনে সহযোগীতা নেওয়া যাবে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদুল করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এনইউ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।