ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরগুনায় দুই দিনব্যাপী ইয়ুথ ক্যাম্প শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
বরগুনায় দুই দিনব্যাপী ইয়ুথ ক্যাম্প শুরু

বরগুনা: সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌন হয়রানি বন্ধ এবং হয়রানির শিকার নারীদের সহযোগিতার জন্য বরগুনায় দুই দিনব্যাপী ইয়ুথ ক্যাম্প শুরু হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপকূলীয় উন্নয়ন সংস্থা জাগো নারীর আয়োজনে এবং কানাডিয়ান হাই কমিশনের সহযোগিতায় বরগুনার বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে ইয়ুথ ক্যাম্পের উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবদুর রশীদ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন মিরাজ, জাগো নারীর সভানেত্রী হামিদা বেগম, প্রধান নির্বাহী হোসনে আরা হাসি প্রমুখ।

ক্যাম্পে বরিশাল বিভাগের ছয় জেলার ১০ জন করে মোট ৬০ জন দক্ষ ফেসবুক ব্যবহারকারী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।