ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে ১১২ মুক্তিযোদ্ধার মধ্যে চেক বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
নাটোরে ১১২ মুক্তিযোদ্ধার মধ্যে চেক বিতরণ নাটোরে ১১২ মুক্তিযোদ্ধার মধ্যে চেক বিতরণ-ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার ১১২ জন মুক্তিযোদ্ধার মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (৮ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ অনুষ্ঠান হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, ভারপ্রাপ্ত) শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

সদর উপজেলার নিজস্ব অর্থায়নে ১১২ মুক্তিযোদ্ধার প্রত্যেককে তিন হাজার টাকার চেক দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।