ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাটিরাঙ্গায় বাবাকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
মাটিরাঙ্গায় বাবাকে কুপিয়ে হত্যা

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় মফিজুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছেন তার ছেলে জসিম উদ্দিন। রোববার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে হামলার শিকার হন তিনি। পরে দুপুরে আড়াইটার দিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

মফিজুলের বাড়ি মাটিরাঙ্গার তবলছড়ি এলাকায়।

নিহত মফিজুরের মেঝ ভাই তকলেছুর রহমান জানান, সকালে ট্রাক্টর বিক্রি করা নিয়ে বাবার সঙ্গে বড় ছেলে জসিম উদ্দিনের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে  ধারালো অস্ত্র দিয়ে বাবার ঘাঁড়ে আঘাত করে পালিয়ে যান জসিম।

এ অবস্থায় মফিজুলকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  


এদিকে, মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন টিটু জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।

ঘাতক ছেলেকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।