ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
কেরানীগঞ্জে ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে এমবিএম নামে একটি ইটভাটার মালিক মো. কবিরকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান জুমন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন।

 

এসময় তাকে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা কার্যালয়ের পরিদর্শক আনোয়ার হোসেন, জেসমিন আক্তার ও ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ফজলুল হক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান জুমন বাংলানিউজকে জানান, ওই ইটভাটার মালিক ধলেশ্বরী নদী দখল করে ভাটার কার্যক্রম পরিচালনা করছিলেন।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।